অবজেকশন ওভাররুলড

Event Date:
January 2, 2021
Event Time:
7:00 pm
Event Location:
Main Hall, National Theatre Building
রচনা ও নির্দেশনা – মাহবুব আলম
নাট্যকথা:
সদ্য আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে বন্ধুদের সাথে ভবিষৎ নিয়ে আলাপ করছিলেন রেহানে জাবারী। তাদের কথা আড়িপেতে শোনে দুজন লোক মি. সারবান্দী এবং মি. শেখী। রেহানের সাথে আলাপও হয় কাজ নিয়ে। নিজের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে ভেবে একদিন যে অফিসের ইন্টোরিয়র ডেকোরেশন করতে হবে সেটি দেখতে যায় সে। সেখানে তার একাকিত্বের ফায়দা লুটতে চেষ্টা করে মি. সারবান্দী। চেষ্টা করে তাকে ধর্ষণ করতে। তার সাথে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে সে মি. সারবান্দীর কাঁধে ছুরি বসিয়ে দেয়। মি. শেখী রুমে ঢুকলে সেই ফাঁকে রেহানে জাবারী সেখান থেকে বেরিয়ে আসে। মি. শেখী ও সারবান্দীর মধ্যে বাঁধে গন্ডগোল। মৃত্যু হয় মি. সারবান্দীর। ইরানের পুলিশ রেহানে জাবারীকে গ্রেপ্তার করে নিয়ে যায় মি. সারবান্দীর হত্যাকান্ডের জন্য। খুনের দায় চাপিয়ে দেয়া হয় রেহানে জাবারীর কাঁধে। জেলখানায় রেহানে জাবারীর জীবন দূর্বিসহ হয়ে ওঠে। খুনের কোনো প্রমাণ না পেলেও রেহানে জাবারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদÐ দিয়ে দেয় বিচারক।
মৃত্যুর আগ মূহুর্তে রেহানে জাবারী তার মা শোলেহ পাকরাভানের কাছে হৃদয়বিদারক সেই ঘটনাগুলো চিঠিতে লিখে যায়। রেহানের বিশ্বাস পরকালে সে নিশ্চয় সঠিক বিচার পাবে। সেখানে সবাই থাকবে অপরাধীর কাঠগড়ায় আর সে থাকবে নির্দোষ।
রেহানে জাবারী একটি প্রতিবাদের নাম। ইরানে জন্ম নিয়েও যিনি সারা বিশ্বের নারীদের জন্য প্রতিবাদের প্রতীক হয়ে রয়েছেন। “অবজেকশন ওভাররুলড” নাটকের গল্প রেহানে জাবারীর ১৯ বছর থেকে ২৭ বছর বয়সের বিষাদময় ঘটনার অংশ।
আসন বিন্যাস:
৫০০ টাকা = A, B সারি
৩০০ টাকা = C, D সারি
২০০ টাকা = E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T সারি
১০০ টাকা = W, X সারি
